রবিবার ০৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | বয়সের ভারে কোন জটিল সমস্যায় অমিতাভ? ‘জিন্দেগি...'র সিক্যুয়েলের ইঙ্গিত হৃতিক-অভয়-ফারহানের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মার্চ ২০২৫ ১৩ : ০৯Rahul Majumder


সংবাদসংস্থা মুম্বই:

জুটিতে রাজামৌলি-প্রিয়াঙ্কা  

গত বছরের একেবারে শেষভাগে মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছিল পরিচালক এস এস রাজামৌলির আগামী ছবিতে দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ফিআফস ছিল, তুমুল অ্যাকশন-অ্যাডভেঞ্চার  ঘরানার এই ছবিতে থাকবে দারুণ রোম্যান্সও। আরও শোনা গিয়েছিল,আপাতভাবে ছবির নাম 'এসএসএমবি ২৯' ঠিক করা হয়েছে। স্বভাবতই এ খবরে প্রিয়াঙ্কার নতুন কাজের খবরে খুশি তাঁর অনুরাগী মহল। কিন্তু প্রিয়াঙ্কা অথবা মহেশ বাবুর তরফে কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই ছবির। তবে এবার দিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু জানালেন, এই খবর সত্যি।

 

প্রিয়াঙ্কা করছেন রাজামৌলির এই ছবিতে কাজ।  আরও জানা গেল, এইমুহূর্তে হায়দরাবাদেই এই ছবির শুট করছেন 'দেশি গার্ল'। 

 

ফের হাজির জমজমাট ত্রয়ী! 

১৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এই ছবি আসলে বন্ধুত্বের প্রতীক। নিজেকে চেনার পাশাপাশি জীবনকে দেখার সংজ্ঞা পাল্টে দিতে পারা এই ছবি তাই আজও চোখে হারান দর্শক। নাচ-গান-রোম্যান্স-ঝগড়া-বন্ধুত্বের মিশেলে তৈরি এই ছবি তাই জায়গা করে নিয়েছে ভারতীয় ছবির ইতিহাসে। ঝুলিতে ভরেছে অসংখ্য সব পুরস্কারও। ছবিপ্রেমী দর্শকরা বহু বছর ধরেই অপেক্ষা করে রয়েছে এই ছবির সিক্যুয়েলের জন্য। সম্প্রতি সমাজমাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন এই ত্রয়ী। সেখানে দেখা যাচ্ছে, একটি ভিন্টেজ নীলরঙা গাড়ির সামনে দাঁড়িয়ে-বসে হৃতিক, অভয় এবং ফারহান! যেমন গাড়ি দেখা গিয়েছিল ওই ছবিতে। স্বভাবতই এই পোস্ট দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। এরপর থেকেই নেটপ্রায় ঘুরছে প্রশ্ন, 'তবে কি জিন্দেগি না মিলেগি দোবারা-র সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন তাঁরা?' তবে জবাব হল, আপাতত না। একটি বিজ্ঞাপনের জন্যেই ফের একসঙ্গে হাজির হয়েছিলেন এই তিন তারকা। 

 

অমিতাভের সমস্যা 

বৃদ্ধ হচ্ছেন ‘শাহেনশাহ’। তাঁর চটপটে চলাফেরা, চনমনে মেজাজ দেখে তা বোঝা না গেলেও, বয়সের ভারে নানান সমস্যার সম্মুখীন যে তাঁকে হতে হচ্ছে এবার তা নিজেই কবুল করলেন খোদ অমিতাভ বচ্চন। সম্প্রতি, সমাজমাধ্যমে একটি হেঁয়ালিমার্কা পোস্ট করেছেন এই বর্ষীয়ান বলি-তারকা। সেখানে তিনি জানিয়েছেন, বয়সের ভারের সমস্যা থাবা বসিয়েছে তাঁর কর্মক্ষেত্রে। শুটিংয়ে এখন তাঁকে সংলাপ মনে রাখার জন্য যেমন অধিক পরিশ্রম করতে হয়, তেমন আরও নানাবিধ সমস্যাও আছে। প্রায় প্রতিদিন কাজ থেকে ফিরে বাড়িতে আসার পর তিনি উপলব্ধি করেন সেদিন কাজে তাঁর কী কী ত্রুটি হয়েছে। ওই গভীর রাতেই তিনি দেরি না করে ফোন করে বসেন তাঁর সেই ছবির পরিচালককে। এবং সেসব ত্রুটি নিয়ে আলোচনা করার পর পরিচালককে ‘বিগ বি’ অনুরোধ করেন, আগামীকাল ওই দৃশ্যটি যেন পুনরায় শুট করা হয়। ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আরও একটি মওকা তাঁকে দেওয়া হয়।


ZNMD SequelAmitabh BachchanHrithik Roshan

নানান খবর

নানান খবর

সলমনের এক কথায় বদলে গিয়েছিল মিঠুন-পুত্রের জীবন — ‘সুলতান’ ছবির সেটের এই গল্প জানেন?

এমনিতেও পেত্নীর মতো হাসে শ্রদ্ধা! ‘স্ত্রী ২’ পরিচালকের ‘কুরুচিকর’ মন্তব্য শুনে কী বলছে নেটপাড়া?

বন্ধুত্ব, ভয়ের মুখোমুখির সঙ্গে মুক্তির খোঁজ— আসছে জিন্দেগি না মিলেগি দোবারা ২? হৃতিকের কথায় তোলপাড় নেটপাড়া!

বিবাহবিচ্ছেদ নিয়ে রসিকতা! প্রচারের আলোয় থাকার জন্যই কি এমন কীর্তি করলেন সুদীপ-পৃথা?

চিত্রনাট্য তৈরি, সলমন-ও কি প্রস্তুত? ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে এল বড় খবর!

বড়পর্দায় ভেলকি দেখাবেন ভিকি? নোলানের হাত ধরে হলিউডে পাড়ি হৃতিকের?

ছবি বিকৃত করে অশালীন মন্তব্য! কোর্টের দ্বারস্থ জিনিয়া সেন, দেব 'ভক্ত'দের বিরুদ্ধে করলেন কড়া পদক্ষেপ

জটিল প্রেমের অঙ্কে নাজেহাল সোহম-রূপসা! কীভাবে হবে সমাধান? আসছে কোন ছবি?

দ্বিতীয় বিয়ে ভাঙল সুদীপ মুখোপাধ্যায়ের! পৃথার সঙ্গে কেন টিকল না দাম্পত্য?

"সম্রাটের সঙ্গেই থাকতে চাই, সেটাই আমার সবচেয়ে বড় উপহার"- বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জন্মদিনে অকপট ময়না মুখোপাধ্যায়

ভরা কোর্ট চত্বরে জামাইকে গুলি করল শাশুড়ি! কী কারণে মেয়ের সিঁথির সিঁদুর কেড়ে নিল মা?

শাহিদের ‘দেবা’ ওটিটিতে দেখেই সলমনকে খোলা চিঠি ভক্তদের — ‘চিত্রনাট্য বাছাইটা এবার একটু শিখুন!’

শরীরে মাধুরীর ‘ভালবাসার দাগ’ আজও বয়ে নিয়ে বেড়াচ্ছেন অজয়! অভিনেত্রীকে সামনে পেয়েই কী করেছিলেন ‘সিংহম’?

'ভীষণ ছোট..'অডিশনে শুনতে হয়েছিল চরম কটাক্ষ! তামিল ছবি থেকে কেন বাদ পড়েন পূজা হেগড়ে?

অসুস্থ শরীর, তবু শেষ দেখা বন্ধুকে— মনোজ কুমারকে শ্রদ্ধা জানাতে হাজির ধর্মেন্দ্র

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া